New Update
/anm-bengali/media/media_files/rAkHjAAAsreGGbdV4X8Z.jpg)
নিজস্ব সংবাদদাতা: ৯ দিন পর নড়েচড়ে বসল প্রশাসন। বামনগোলা কাণ্ডে অবশেষে ক্লোজ করা হল ৪ পুলিশ আধিকারিককে। ৪ পুলিশ অফিসারকে ক্লোজ করলেন জেলা পুলিশ সুপার।
গত ১৮ জুলাই বামনগোলায় চোর সন্দেহে দুই মহিলাকে বিবস্ত্র করে জুতোপেটা করার অভিযোগ ওঠে। আর তার পরেরদিনই থানা ভাঙচুরের অভিযোগে গ্রেফতার করা হয় ওই দুই মহিলাকে। পরে অবশ্য আদালত থেকেই জামিন পান তারা। আর এবার সেই কাণ্ডেই ক্লোজ করা হল ৪ পুলিশ অফিসারকে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us