বড় খবর : রাম মন্দিরে রামের বদলে গণেশ!

রাম মন্দির অযোধ্যায় না পুনেতে? এমনই প্রশ্ন তুলে দিল গণেশ চতুর্থীর থিম। এবার রাম মন্দিরে প্রতিষ্ঠা পাবেন সিদ্ধিদাতা। তাকে স্থাপন করবেন স্বয়ং সঙ্ঘ প্রধান।

author-image
Pallabi Sanyal
18 Sep 2023
Zxsdx

ফাইল ছবি



নিজস্ব সংবাদদাতা : রাম মন্দির উদ্বোধন নিয়ে চলছে জল্পনা। এর মাঝেই বড় খবর। রাম মন্দিরে রামের বদলে গণেশ! স্থাপন করবেন আরএসএস প্রধান মোহন ভগবত। কি সব তালগোল পাকিয়ে যাচ্ছে তো? গণেশ চতুর্থীতে এভাবেই তাক লাগাতে চলেছে পুনের এক গণেশ পুজো। 

মহারাষ্ট্রে ১০ দিন ব্যাপী চলে সিদ্ধি বিনায়কের আরাধনা। পুনেতে গণেশ পুজোর থিম করা হয়েছে রাম মন্দির। আর সেই রাম মন্দিরেই গণেশ মূর্তি স্থাপন করবেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান। উত্তর প্রদেশের রাম মন্দিরের ধাঁচেই পুনেতে গড়ে উঠেছে গণেশ পুজোর মণ্ডপ।