/anm-bengali/media/media_files/2025/09/21/zubben-garg-2025-09-21-21-15-09.jpg)
নিজস্ব সংবাদদাতা: প্রখ্যাত গায়ক জুবিন গার্গের হঠাৎ মৃত্যুতে আসামসহ পুরো উত্তর-পূর্ব ভারতে শোকের ছায়া নেমে এসেছে। মাত্র ৫২ বছর বয়সে তাঁর চলে যাওয়া ভক্তদের কাছে এক অপূরণীয় ক্ষতি হয়ে দাঁড়িয়েছে। হাজারো শ্রোতার প্রিয় এই শিল্পীকে হারিয়ে ভক্তদের বুক ভেঙে গেছে।
জুবিনের মৃত্যুর পর একটি পুরনো সাক্ষাৎকার ফের সামনে এসেছে। সেখানে গায়ক খোলাখুলি নিজের শেষ ইচ্ছার কথা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, মৃত্যুর পর যেন তাঁর দেহ ব্রহ্মপুত্র নদীর ধারে দাহ করা হয় বা প্রয়োজনে নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়। ব্রহ্মপুত্রের সঙ্গে তাঁর গভীর সম্পর্কের কথাও তিনি তুলে ধরেছিলেন। নিজের ভাষায় জুবিন বলেছিলেন— "এটাই সেরা জায়গা। আমি এখানেই বাঁচব, এখানেই মরব। মানুষ আমাকে এখানে পুড়িয়ে দিক, অথবা ব্রহ্মপুত্রে ভাসিয়ে দিক। আমি এক সৈনিক। আমি র্যাম্বো।"
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2025/09/21/zubeen-2025-09-21-21-15-31.jpg)
রবিবার তাঁর দেহ যখন বিমানে করে গুয়াহাটি পৌঁছোয়, তখন হাজার হাজার ভক্ত বিমানবন্দর ও রাস্তায় ভিড় করেন। স্ত্রী গরিমা কফিন দেখে ভেঙে পড়েন, অঝোরে কাঁদতে থাকেন। বিমানবন্দরে উপস্থিত হয়ে শেষ শ্রদ্ধা জানান আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাও। পরে অরুণ ভোগেশ্বর বড়ুয়া স্পোর্টস কমপ্লেক্সে তাঁকে রাজ্যের পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us