ঝড় তুলেছিলেন এক সময়, এবার স্তব্ধ হৃদয়! শেফালি জারিওয়ালা গোপনে লড়ছিলেন ভয়ঙ্কর রোগের সঙ্গে!

কোন রোগের সঙ্গে লড়াই করছিলেন শেফালি?

author-image
Tamalika Chakraborty
New Update
kanta-laga-1589718227

নিজস্ব সংবাদদাতা: নব্বইয়ের দশকে যিনি বলিউড রিমিক্স মিউজিক ভিডিওর পর্দা কাঁপিয়ে দিয়েছিলেন তাঁর অনবদ্য সৌন্দর্য্য, লাস্য আর আত্মবিশ্বাসে, সেই 'কাঁটা লাগা গার্ল' শেফালি জারিওয়ালার জীবন নাটকের মঞ্চে পড়ল এক মর্মান্তিক পরিসমাপ্তি। মাত্র ৪২ বছর বয়সে, শুক্রবার গভীর রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর।

সূত্রের খবর অনুযায়ী, মুম্বইয়ের আন্ধেরি পশ্চিমের নিজের বাড়িতে হঠাৎ বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করেন শেফালি। সঙ্গে সঙ্গে স্বামী পরাগ ত্যাগী এবং পরিবারের আরও কয়েকজন তাঁকে হাসপাতালে নিয়ে যান। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। রাত প্রায় ১টার দিকে এই হৃদয়বিদারক খবর পৌঁছয় মুম্বই পুলিশের কাছে। তাঁর মরদেহ বর্তমানে কুপার হাসপাতালে রাখা হয়েছে, সেখানেই হবে ময়নাতদন্ত।

article-202051385592721567000

যদিও শেফালির ঘনিষ্ঠ মহল জানায়, তিনি বরাবরই ছিলেন ফিটনেস সচেতন। নিজেকে সুস্থ রাখতেই মেতে থাকতেন শরীরচর্চায়। কিন্তু খুব অল্প মানুষ জানতেন, তিনি দীর্ঘদিন ধরে মৃগীরোগে (epilepsy) ভুগছিলেন। মাত্র ১৫ বছর বয়সে প্রথম খিঁচুনি অনুভব করেছিলেন তিনি। তার পর থেকে মানসিক চাপ ও উদ্বেগের সঙ্গে লড়াই চলেছে নীরবে, ক্যামেরার আড়ালে। কিন্তু এই ব্যক্তিগত যুদ্ধে তাঁর পেশাদারিত্বে কোনও আঁচ পড়েনি।

মাত্র ২০ বছর বয়সে ‘কাঁটা লাগা’ গানের সেই বিখ্যাত মিউজিক ভিডিওর মাধ্যমে যেভাবে রাতারাতি তারকা হয়ে উঠেছিলেন তিনি, তা আজও মানুষের স্মৃতিতে অমলিন। সেই সময় হিন্দি রিমিক্স গানের জোয়ারে, ধর্মেন্দ্র-আশা পারেখ অভিনীত "সমাধি" ছবির গান নতুন রূপে শেফালির আবির্ভাব ছিল যেন ঝড়ের মতো। এরপর একাধিক মিউজিক ভিডিও ও রিয়েলিটি শো, বিশেষত “নাচ বালিয়ে ৫” এবং “নাচ বালিয়ে ৭”-এ স্বামী পরাগ ত্যাগীর সঙ্গে অংশগ্রহণ করে বারবার জনপ্রিয়তার শীর্ষে উঠেছেন তিনি। কাজ করেছেন ওয়েব সিরিজেও।

ব্যক্তিগত জীবনে শেফালি ২০০৪ সালে বিয়ে করেছিলেন হরমিত সিংকে। সেই দাম্পত্য শেষ হয় ২০০৯ সালে। এরপর ২০১৫ সালে বিয়ে করেন অভিনেতা পরাগ ত্যাগীকে। এছাড়াও শেফালির ঘনিষ্ঠতা ছিল প্রয়াত অভিনেতা সিদ্ধার্থ শুক্লার সঙ্গে, যা বহুসময়ই শিরোনামে থেকেছে।