/anm-bengali/media/media_files/2025/08/01/shahrukh-khan-2025-08-01-19-24-24.jpg)
নিজস্ব সংবাদদাতা: অবশেষে বহু প্রতীক্ষার অবসান ঘটল। জাতীয় পুরস্কারের মঞ্চে এবার জায়গা করে নিলেন বলিউডের বাদশা শাহরুখ খান। দীর্ঘ কেরিয়ারে অসংখ্য ব্লকবাস্টার, অগণিত পুরস্কার, বিশ্বজোড়া জনপ্রিয়তা থাকলেও এতদিন তাঁর ঝুলিতে ছিল না জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এবার ‘জওয়ান’ ছবিতে দুর্দান্ত অভিনয়ের জন্য সেই অধরা স্বপ্ন পূরণ করলেন কিং খান। তাঁকে দেওয়া হয়েছে সেরা অভিনেতার সম্মান।
তবে শুধু শাহরুখ খান নন, ‘টুয়েলথ ফেল’ ছবির জন্য একই মঞ্চে সেরা অভিনেতার পুরস্কারে ভূষিত হয়েছেন বিক্রান্ত মাসেও। অর্থাৎ এই বছর জাতীয় চলচ্চিত্র পুরস্কারে যুগ্মভাবে সেরা অভিনেতা হলেন দুই শক্তিশালী পারফরমার— শাহরুখ খান ও বিক্রান্ত মাসে।
/filters:format(webp)/anm-bengali/media/media_files/2024/12/02/atmX3QjGJTYZDdPHXJg3.png)
‘জওয়ান’-এ শাহরুখের দ্বৈত চরিত্রে অভিনয় এবং তার অসাধারণ স্ক্রিন প্রেজেন্স দর্শকদের যেমন অভিভূত করেছে, তেমনই ‘টুয়েলথ ফেল’-এ বিক্রান্ত মাসের সংযত অথচ হৃদয়স্পর্শী অভিনয় মন ছুঁয়ে গেছে দর্শক-সমালোচক সকলের।
এই সম্মানে শাহরুখের অনুরাগীরা ইতিমধ্যেই আবেগতাড়িত। সোশ্যাল মিডিয়া জুড়ে অভিনন্দনের বন্যা। একাধিক সেলেব্রিটিরাও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। অনেকেই বলছেন, “অবশেষে রাজার প্রাপ্য সম্মান তিনি পেলেন!” আর বিক্রান্ত মাসের এই স্বীকৃতি নতুনদের জন্য অনুপ্রেরণা বলেই মনে করছেন অনেকে।
এ যেন একসঙ্গে জনপ্রিয়তার শিখরে থাকা তারকা ও নতুন যুগের প্রতিভার এক বিরল মিলন— জাতীয় পুরস্কারের মঞ্চে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us