শ্যুটিংয়ে দুর্ঘটনা! পিঠে চোট পেয়ে থেমে গেল ‘কিং’! শাহরুখের সিনেমার ভবিষ্যৎ ঘিরে জল্পনা তুঙ্গে!

শ্যুটিংয়ে গুরুতর আহত হন শাহরুখ খান।

author-image
Tamalika Chakraborty
New Update
shah rukh khan

নিজস্ব সংবাদদাতা: বলিউড সুপারস্টার শাহরুখ খানের অনুরাগীদের জন্য চিন্তার খবর। নতুন সিনেমা ‘কিং’-এর অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলাকালীন মারাত্মক পিঠে আঘাত পান কিং খান। সূত্রের খবর, যদিও এই আঘাত গুরুতর নয়, তবে কিছুটা বিশ্রাম প্রয়োজন হচ্ছে তাঁকে। চিকিৎসকদের পরামর্শে এখন সিনেমার শ্যুটিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসে ফের শুরু হতে পারে শ্যুটিংয়ের কাজ।

আঘাত পাওয়ার পর শাহরুখ খান প্রথমে আমেরিকা যান চিকিৎসার জন্য এবং সেখান থেকে বর্তমানে তিনি পরিবারসহ যুক্তরাজ্যে রয়েছেন। সেখানেই চলছে তাঁর বিশ্রাম এবং পুনর্বাসনের প্রক্রিয়া। এর মাঝেই বাতিল করতে হয়েছে তাঁর পূর্বনির্ধারিত শ্রীলঙ্কা সফর, কারণ আপাতত তাঁর শারীরিক সুস্থতাই সবচেয়ে বড় অগ্রাধিকার।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ‘কিং’ ছবিটি একাধিক কারণে ইতিমধ্যেই চর্চায় রয়েছে। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানা খানের। সুহানা এর আগে ‘দ্য আর্চিজ’ ওয়েব ফিল্মে দেখা গিয়েছিল। সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত এবং অভয় বর্মার মতো তারকারা। জমজমাট অভিনয় এবং অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই সিনেমা।

যদিও ছবির শুটিং পিছিয়ে গিয়েছে, তবুও দর্শকদের উত্তেজনা কমেনি একটুও। সোশ্যাল মিডিয়াজুড়ে ভক্তরা শাহরুখ খানের দ্রুত আরোগ্য কামনা করে চলেছেন। আগামী দিনে তাঁর ফিরে আসা এবং ‘কিং’ ছবির দুর্দান্ত প্রত্যাবর্তনের দিকেই তাকিয়ে সকলে।

নিজস্ব সংবাদদাতা: বলিউড সুপারস্টার শাহরুখ খানের অনুরাগীদের জন্য চিন্তার খবর। নতুন সিনেমা ‘কিং’-এর অ্যাকশন দৃশ্যের শ্যুটিং চলাকালীন মারাত্মক পিঠে আঘাত পান কিং খান। সূত্রের খবর, যদিও এই আঘাত গুরুতর নয়, তবে কিছুটা বিশ্রাম প্রয়োজন হচ্ছে তাঁকে। চিকিৎসকদের পরামর্শে এখন সিনেমার শ্যুটিং সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। জানা গিয়েছে, সেপ্টেম্বর মাসে ফের শুরু হতে পারে শ্যুটিংয়ের কাজ।

217250-Shah Rukh Khan Jawan prevue.png

আঘাত পাওয়ার পর শাহরুখ খান প্রথমে আমেরিকা যান চিকিৎসার জন্য এবং সেখান থেকে বর্তমানে তিনি পরিবারসহ যুক্তরাজ্যে রয়েছেন। সেখানেই চলছে তাঁর বিশ্রাম এবং পুনর্বাসনের প্রক্রিয়া। এর মাঝেই বাতিল করতে হয়েছে তাঁর পূর্বনির্ধারিত শ্রীলঙ্কা সফর, কারণ আপাতত তাঁর শারীরিক সুস্থতাই সবচেয়ে বড় অগ্রাধিকার।

সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ‘কিং’ ছবিটি একাধিক কারণে ইতিমধ্যেই চর্চায় রয়েছে। এই ছবির মাধ্যমেই বড় পর্দায় অভিষেক হতে চলেছে শাহরুখ কন্যা সুহানা খানের। সুহানা এর আগে ‘দ্য আর্চিজ’ ওয়েব ফিল্মে দেখা গিয়েছিল। সঙ্গে থাকছেন দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জয়দীপ আহলাওয়াত এবং অভয় বর্মার মতো তারকারা। জমজমাট অভিনয় এবং অ্যাকশনে ভরপুর হতে চলেছে এই সিনেমা।

যদিও ছবির শুটিং পিছিয়ে গিয়েছে, তবুও দর্শকদের উত্তেজনা কমেনি একটুও। সোশ্যাল মিডিয়াজুড়ে ভক্তরা শাহরুখ খানের দ্রুত আরোগ্য কামনা করে চলেছেন। আগামী দিনে তাঁর ফিরে আসা এবং ‘কিং’ ছবির দুর্দান্ত প্রত্যাবর্তনের দিকেই তাকিয়ে সকলে।