নিজস্ব সংবাদদাতা: প্রয়াত বলিউড অভিনেতা মুকুল দেব। শুক্রবার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন মুকুল। শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে আইসিইউ-তে ভর্তি করা হয়েছিল, সেখানেই তাঁর মৃত্যু হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৪ বছর।
মুকুলের ভাই অভিনেতা রাহুল দেব এই দুঃসংবাদ নিশ্চিত করেছেন। পাশাপাশি, ‘Son of Sardaar’-এ সহ-অভিনেতা বিন্দু দারা সিং মুকুলের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
/anm-bengali/media/media_files/2025/05/24/8qxjpDgAluzvPdV2QBs6.jpg)
বিন্দু দারা সিং বলেন,“মুকুল বাবা-মায়ের মৃত্যুর পর একদম একা হয়ে গিয়েছিলেন। কারও সঙ্গে মেলামেশা করতেন না। বাড়ির বাইরে বেরতেন না। শেষ কয়েক দিনে তাঁর শরীর আরও খারাপ হয়। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। খুব ভালো মানুষ ছিলেন মুকুল। খুব মিস করব ওঁকে। তাঁর ভাই ও প্রিয়জনদের প্রতি রইল সমবেদনা।”
একসময় বহু জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করা মুকুল দেব, একাধিক ভাষার সিনেমা এবং টিভি সিরিজেও কাজ করেছেন। তাঁর অকালপ্রয়াণে শোকস্তব্ধ বলিউড।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us