গোপনে বিয়ে সারলেন সামান্থা! স্বামী হলেন পরিচালক রাজ নিদিমোরু

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু গোপনে বিয়ে করলেন পরিচালক রাজ নিদিমোরুকে। কোয়েম্বাটুরে মাত্র ৩০ জন অতিথির উপস্থিতিতে হয় তাঁদের বিয়ের অনুষ্ঠান। ভাইরাল বিয়ের ছবি।

author-image
Tamalika Chakraborty
New Update
smantha ruth prabhu


নিজস্ব সংবাদদাতা:  অবশেষে সব জল্পনার অবসান। জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ বিয়ে করলেন পরিচালক রাজ নিদিমোরুকে। প্রায় দু’বছরের সম্পর্কে থাকার পর ১ ডিসেম্বর, সোমবার গাঁটছড়ায় বাঁধলেন এই তারকা জুটি। সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, খুবই ঘরোয়া পরিবেশে তাঁদের বিয়ে হয়। উপস্থিত ছিলেন মাত্র ৩০ জন অতিথি, পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুরা।

কোয়েম্বাটুরের ইশা যোগা সেন্টারের লিঙ্গ ভৈরবী দেবীর মন্দিরে তাঁদের বিয়ের অনুষ্ঠান হয়। যোগশাস্ত্রীয় ‘ভূত শুদ্ধি বিবাহ’ রীতি মেনেই বিয়ে সারেন সামান্থা ও রাজ। এই বিশেষ রীতিতে দম্পতির জীবনে মানসিক শান্তি, সুর ও একে অপরের গভীর বন্ধনের প্রার্থনা করা হয়।

samantha ruth and raj

বিয়ের কিছুক্ষণ পরেই সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের স্বপ্নের মতো সুন্দর ছবি ভাগ করে নেন সামান্থা। ইনস্টাগ্রামে শুধু লেখেন, “০১.১২.২০২৫।” সেই ছবিই মুহূর্তে ভাইরাল হয়ে যায়। কয়েক মাস আগেই সামান্থা জানিয়েছিলেন, তিরিশের কোঠায় এসে তিনি জীবনের আসল ভালোবাসার খোঁজ পেয়েছেন।

প্রসঙ্গত, এর আগেও কাজে একসঙ্গে কাজ করেছেন সামান্থা ও রাজ। জনপ্রিয় ওয়েব সিরিজ The Family Man 2 এবং পরে Citadel: Honey Bunny-তে তাঁদের জুটি দর্শকদের নজর কেড়েছিল। এবার সেই পর্দার জুটিই বাস্তবে গড়ল সংসার।