New Update
/anm-bengali/media/media_files/3YinHFiHdIqv8Oq0asrI.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ নতুন বছরে নতুন ভাবনা। এমনই কার্যত লক্ষ্যমাত্রা নিয়েছে কলকাতার বিখ্যাত পুজো কমিটি বোসপুকুর তালবাগান সার্বজনীন।
/anm-bengali/media/media_files/tHVGPnkWzLcUGVZVZMOZ.jpg)
হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন, তারপরেই চলে আসবে বাঙালির সবথেকে বড় উৎসব। আর এই বছর এক অভিনব থিম এনে সকলকে চমকে দিতে চলেছে বোসপুকুর তালবাগান সার্বজনীন। এবছর এই পুজো কমিটির থিম হল ‘আদিকল্প।‘ পুজোর বাজেট ২৫ লক্ষ টাকা।
/anm-bengali/media/media_files/eY0EQTzJsp84csa8jBPa.jpg)
প্রতিমা শিল্পী হলেন শক্তি শর্মা। তিনি মণ্ডল সজ্জার দায়িত্বেও রয়েছেন। ৩২ বছরে পা দিল এই পুজো কমিটির পুজো।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us