New Update
/anm-bengali/media/media_files/LKsgQoIhlX3QyHqofSv1.jpg)
অভিজিৎ মন্ডল
হরি ঘোষ, দুর্গাপুর : কয়লা মাফিয়া রাজু ঝা খুনের ১৮ পর গ্রেফতার করা হয়েছে একজনকে। ধৃত অভিজিৎ মন্ডল অন্য এক কয়লা মাফিয়ার গাড়ির চালক বলে খবর। মঙ্গলবার রাতে কাঁকসা থেকে পূর্ব বর্ধমান জেলা পুলিশের হাতে গ্রেফতার হয় অভিজিৎ মন্ডল। কাঁকসার তপবন সিটির আবাসনে থাকত সে। দীর্ঘদিন ধরে অন্য এক কয়লা মাফিয়ার গাড়ির চালক ছিল বলেও জানা গিয়েছে। তদন্তের ভিত্তিতে রাজু ঝা খুনের ঘটনায় প্রথম গ্রেফতার হয় অভিজিৎ মন্ডল। বুধবার সকাল থেকে অভিজিৎ মন্ডলের তপবন সিটির ফ্ল্যাট বন্ধ করে চলে যায় পরিবার-পরিজনরা। অভিজিৎ মন্ডলকে হেফাজতে নিয়ে তদন্তের গতি আনতে চাইছে পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এই ঘটনা জানাজানি হতেই চাঞ্চল্য ছড়িয়েছে কাঁকসার তপবন সিটি এলাকায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us