New Update
/anm-bengali/media/media_files/wU723Iz5Wx6OrznN8zJa.jpg)
নিজস্ব সংবাদদাতা: আইনজীবী উমেশ পালের (Umesh Pal) হত্যাকারী আসাদ এবং তার সহকারীকে বৃহস্পতিবার এনকাউন্টার করা হয়। এই ঘটনার কয়েক ঘণ্টা পর উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বৃহস্পতিবার আইনশৃঙ্খলা নিয়ে এক বৈঠকে উত্তরপ্রদেশের স্পেশাল টাস্ক ফোর্সের টিমের প্রশংসা করেছেন। উত্তরপ্রদেশের ডিজি প্রশান্ত কুমার বলেন,'মাফিয়াদের বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। এই নীতির ফলাফল আজ সকলের সামনে রয়েছে।'
The government has adopted a zero-tolerance policy against the mafia. The result of this policy is before everyone today: Prashant Kumar, Special DG, Law & Order, Uttar Pradesh pic.twitter.com/V5kLVF8vdd
— ANI UP/Uttarakhand (@ANINewsUP) April 13, 2023