হরি ঘোষ, দুর্গাপুর : ভয়াবহ আগুনে পুড়ে গেল পুলিশ ফাঁড়ি। আগুনের লেলিহান শিখায় ভস্মীভূত হয়ে গেল পুলিশ ফাঁড়ির যাবতীয় নথি, আসবাবপত্র। দমকলের একটি ইঞ্জিন এসে ঘন্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। ভোররাত্রে হঠাৎই কালো ধোঁয়ায় ঢেকে যায় দুর্গাপুর থানার এ জোন পুলিশ ফাঁড়ি। কর্তব্যরত পুলিশ কর্মীরা আগুন জ্বলছে দেখে খবর দেন দুর্গাপুরের দমকল বিভাগে। আগুন জ্বলছে দেখে ছুটে আসেন স্থানীয়রা। তারা বালতি করে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে। দমকলের একটি ইঞ্জিন পৌঁছে ঘন্টাখানেকের চেষ্টায় নিয়ন্ত্রণে আনে আগুন। কিন্তু ততোক্ষণে পুড়ে ছাই পুলিশ ফাঁড়ির যাবতীয় নথি ও আসবাবপত্র। দমকল বাহিনীর প্রাথমিক অনুমান শর্ট-সার্কিট থেকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পুলিশ ফাঁড়িতে অগ্নিকাণ্ডের ঘটনাকে ঘিরে নববর্ষের সকালে শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে।