/anm-bengali/media/media_files/GbJOe3Gw15t6cGB3UgFd.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার কিনা আরএসএস (RSS)-কেও ব্যান করার হুঁশিয়ারি দিলেন দাপুটে কংগ্রেস নেতা প্রিয়াঙ্ক খাড়গে। কর্ণাটক রাজ্যে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর বিষয়ে হিন্দুত্ববাদী সংগঠনগুলিকে সতর্ক করেছেন প্রিয়াঙ্ক খাড়গে। আজ বৃহস্পতিবার রাজ্যে পিএফআই এবং বজরং দলের উপর নিষেধাজ্ঞা নিয়ে কংগ্রেসের অবস্থানের পরিপ্রেক্ষিতে আরএসএস সম্পর্কে জিজ্ঞাসা করা হলে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কংগ্রেস (Congress) নেতা প্রিয়াঙ্ক খাড়গে বলেন, ‘যদি কোনও ধর্মীয় বা রাজনৈতিক সংগঠন শান্তি বিঘ্নিত করার চেষ্টা করে, সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ায় এবং কর্ণাটককে বদনাম করার চেষ্টা করে তবে আমাদের সরকার তাদের আইনিভাবে মোকাবেলা করতে বা তাদের নিষিদ্ধ করতে দ্বিধা বোধ করবে না।‘ দেখুন ভিডিও...
#WATCH | When asked about RSS in the wake of Congress' stand on a ban on PFI and Bajrang Dal in the state, Karnataka Minister Priyank Kharge says, "Any organisation, either religious, political or social, who are going to sow seeds of discontent & disharmony in Karnataka will not… pic.twitter.com/a6H4pDSWIT
— ANI (@ANI) May 25, 2023