তাড়ায় রয়েছেন, এড়িয়ে চলুন মা ফ্লাইওভার

মা ফ্লাইওভারের পশ্চিমদিকে একটি ভাঙা গাড়িকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই কারণে মা ফ্লাইওভারে একটু যানজট দেখা দিতে পারে।

New Update
breakinganm

নিজস্ব সংবাদদাতা: কলকাতা ট্রাফিক গার্ডের তরফে টুইট বার্তায় জানানো হয়েছে, মা ফ্লাইওভারের পশ্চিম দিকে একটি ভাঙা গাড়িকে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। সেই কারণে যানজট দেখা দিয়েছে। মঙ্গলবার অফিস সময়ে গাড়ির চাপ প্রচুর থাকে। সঙ্গে থাকে মানুষের সময়ে পৌঁছানোর তাড়া। তাই তাড়ায় থাকলে মা ফ্লাইওভার এড়িয়ে চলা ভালো।