ট্রেনের মধ্যেই ঘুরে ঘুরে প্রচার চালাচ্ছেন SUCI(C) প্রার্থী

ট্রেনের মধ্যেই চলছে প্রচার।

author-image
Adrita
New Update
e

নিজস্ব সংবাদদাতা, দীঘাঃ লোকসভা নির্বাচনের প্রচার চলছে জোরকদমে। পিঁছিয়ে নেই কোনও রাজনীতিক দলই। তবে এবার এক অভিনয় কায়দায় প্রচার চালালেন SUCI(C) প্রার্থী। 

পাঁশকুড়া লোকাল ট্রেনে প্রচার চালালো SUCI(C) কাঁথি লোকসভা কেন্দ্রের প্রার্থী মানস প্রধান। ট্রেনে তিনি যাত্রীদের সাথে জনসংযোগ করেন। 

 

Add 1