New Update
/anm-bengali/media/post_banners/eG3bC7lIug92TLyTFkuL.jpg)
নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ মঙ্গলবার ১০ মিনিটের বৃষ্টিতে জলমগ্ন দুর্গাপুরের ১৯ নং ওয়ার্ডের রামকৃষ্ণপল্লী। একাধিক বাড়িতে জল ঢুকেছে। স্থানীয়দের অভিযোগ, নিকাশি নালার নোংরা আটকাতে তারের জালি ব্যবহার করায় বৃষ্টি হলেই জল জমে যাচ্ছে এলাকায়। একাধিকবার প্রশাসনের কাছে বিষয়টি জানানো সত্ত্বেও কোনও সুরাহা মিলছে না বলে অভিযোগ। নিকাশি নালার নোংরা জল বাড়ির ভেতরে ঢুকে যাওয়ায় চরম সমস্যার মধ্যে রয়েছে স্থানীয়রা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us