ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে তর্পন বিজেপির

author-image
Harmeet
New Update
ভোট পরবর্তী হিংসায় মৃত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে তর্পন বিজেপির

দুর্গাপুর, নিজস্ব প্রতিনিধিঃ ভোট পরবর্তী হিংসায় মারা গিয়েছেন অনেক বিজেপি কর্মী। দুর্গাপুরেও দুই বিজেপি কর্মীর মৃত্যু হয়েছে। সন্দীপ ঘোষ নামের এক বিজেপি কর্মীকে গুলি করে খুন করেছিল দুষ্কৃতীরা। এছাড়াও বিজেপি কর্মী রামপ্রসাদ সরকারকে পিটিয়ে খুন করা হয়। অভিযোগের আঙ্গুল উঠেছিল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের দিকে। একটাও ঘটনার কিনারা করতে পারেনি পুলিশ। একই সঙ্গে রাজ্য জুড়ে বেড়ে চলেছে হিংসার ঘটনা। হিংসার বলি হচ্ছে বিজেপি কর্মীরা। এবার মৃত বিজেপি কর্মীদের আত্মার শান্তি কামনায় দুর্গাপুরে দামোদর নদের বীরভানপুর বির্সজন ঘাটে তর্পন করলো বিজেপি জেলা নেতৃত্ব। ছিলেন দলের জেলা সভাপতি দিলীপ দে, অন্যতম সহ সভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘোড়ুই ও জেলা সাধারণ সম্পাদক অভিজিৎ দত্ত। দুর্গাপুর ব্যারেজের জলে নেমে জেলা বিজেপি নেতৃত্ব শাস্ত্র মতে তর্পন করে। মন্ত্র পাঠ করান পুরোহিত। শিশুদের হাতে ফল তুলে দেওয়া হয়।