জলাশয় সংস্কারের উদ্যোগ নিল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ

author-image
Harmeet
New Update
জলাশয় সংস্কারের উদ্যোগ নিল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ

দুর্গাপুর, নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুরের বেঙ্গল অম্বুজাইয়ের ভবানী পাঠকের প্রাচীন জলাশয়ের সংস্কারের উদ্যোগ নিল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। ১ কোটি ৬ লক্ষ টাকা ব্যায় করে করা হবে সংস্কার। শুক্রবার বিকেলে নারকেল ফাটিয়ে সংস্কার কাজের সূচনা করলেন আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়, দুর্গাপুর পূর্বের বিধায়ক প্রদীপ মজুমদার, দুর্গাপুর নগর নিগমের মেয়র অনিন্দিতা মুখোপাধ্যায়। এই জলাশয়ে শীতের সময় বহু পরিযায়ী পাখি আসে। বিগত কয়েক বছর আগে থেকে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছিল এই জলাশয়টি। এলাকাবাসীরা একাধিকবার দাবি রেখেছিল সংস্কারের। এলাকাবাসীর দাবির কথা মাথায় রেখে সংস্কারের উদ্যোগ নিল আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। খুশি এলাকাবাসীরা।