New Update
/anm-bengali/media/post_banners/dsqtn7TzslslCLpf8YFT.jpg)
লাউদোহা, নিজস্ব প্রতিনিধিঃ পাণ্ডবেশ্বর বিধানসভার লাউদোহার জঙ্গলে গাছ থেকে পড়ে এক বানরের পা ভেঙে যায় । বুধবার লাউদোহার বন বিভাগের লোকেরা সেই বানরটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যায় দুর্গাপুরের পশুপালন দফতরে। বন বিভাগ দফতরের এক কর্মী মহাদেব মাজি বলেন,"গাছ থেকে পড়ে বানরটির পা ভেঙে গিয়েছে তাই চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হচ্ছে পশুপালন দফতরে। সেখানে চিকিৎসার পর এখন বানরটি বনবিভাগ দফতরের কাছেই থাকবে"। সম্পূর্ণ সুস্থ হয়ে যাওয়ার পর বানরটিকে ফের জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানান তিনি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us