ISE দ্বাদশ লাস্ট মিনিট টিপস

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ISE দ্বাদশ লাস্ট মিনিট টিপস

নিজস্ব সংবাদদাতাঃ বোর্ড পরীক্ষা ছাত্রছাত্রীদের জীবনে এক গুরুত্বপূর্ণ পরীক্ষা হয়ে থাকে। সামনেই আসন্ন ICE দ্বাদশ শ্রেণীর পরীক্ষা। তাই জেনে নিন লাস্ট মিনিট টিপস । যেমন- ১) বিগত বছরের প্রশ্নপত্র, নমুনা পত্র এবং মক পেপার থেকে বারবার প্রশ্ন অনুশীলন করুন।

 ২) নতুন কোনও বিষয় এই শেষ মুহূর্তে না পড়াই ভালো।

৩) কম পড়া বিষয়গুলিকে ভালো করে 'রিভিশন' দিতে হবে।

৪) গুরুত্বপূর্ণ বিষয়, যেমন সূত্র আগে কোনও ভালো জায়গায় লিখে বারবার পড়তে হবে জাতে ভুল না হয়। সূত্রগুলিকে মুখস্থ করতে হবে।

৫) প্যাটার্ন অনুযায়ী যতটা সম্ভব অনুশীলন করুন।

 ৬) পড়াশোনার পাশাপাশি শরীরকেও বিশ্রাম দিতে হবে। দিনে ৮ ঘণ্টা ঘুমোতে হবে।

৭) পড়াশোনার জন্য সময়কে আলাদাভাবে নির্বাচন করতে হবে এবং প্রতিটি বিষয়কে আলাদাভাবে সময় দিতে হবে।