/anm-bengali/media/post_banners/oCwaKY2VYtJ1sFU7Mael.jpg)
দুর্গাপুর, নিজস্ব প্রতিনিধিঃ দুর্গাপুর থানার অন্তর্গত রঘুনাথপুর কমলাতলা এলাকায় জোড়া পুকুরে মাছ চাষ করেছিলেন বরুণ মন্ডল নামের এক যুবক। অভিযোগ, বেশ কয়েক সপ্তাহ আগে থেকে রাতের অন্ধকারে পুকুরে মাছ চুরি করছিল এলাকারই রাকেশ শর্মা ও শুভজিৎ দত্ত নামের দুই যুবক। শুক্রবার সকাল থেকে ফের ওই দুই যুবক মাছ চুরি করে পুকুরে। সন্ধ্যায় মাছচাষি বরুণ মন্ডল ওই দুই যুবককে পুকুরে মাছ ধরতে বারণ করলে মদ্যপ অবস্থায় দুই যুবক ভোজালি নিয়ে চড়াও হয় বরুন মন্ডলের ওপর। রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা তড়িঘড়ি বরুণ মন্ডলকে উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। দূর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। অভিযোগের ভিত্তিতে রাকেশ শর্মা ও শুভজিৎ দত্ত নামের ওই দুই যুবককে গ্রেফতার করে পুলিশ। ধৃতদের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হয় শনিবার। বরুণ মন্ডল নামের ওই মাছ চাষি বর্তমানে দুর্গাপুর মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন। শুধু কি মাছ চুরির প্রতিবাদ করায় নাকি এর পেছনে রয়েছে অন্য কোনও রহস্য পুরো ঘটনার তদন্ত শুরু করেছে দুর্গাপুর থানার পুলিশ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us