New Update
/anm-bengali/media/post_banners/OxmCJn76IiJflzxdwOlG.jpg)
নিজস্ব প্রতিনিধি - ত্রিপুরার আমতলি এলাকা থেকে মাদক ও বিপুল পরিমাণে নগদ টাকাসহ এক ব্যক্তিকে আটক করেছে আমতলি থানার পুলিশ।অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে তার বাড়ি ত্রিপুরার বিশালগড়ে।সেই ধৃত ব্যক্তির নাম সুবীর সাহা, বিশালগড়ের নেতাজি নগরের বাসিন্দা সে।তার কাছ থেকে ব্রাউন সুগার, নগদ ৪৭ হাজার ৫০০ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।আগামীকাল ওই অভিযুক্ত ব্যক্তিকে আদালতে পেশ করা হবে।তবে কোথা থেকে এই নেশার জিনিস এলো তার কাছে তা এখনো জানা যায়নি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us