New Update
/anm-bengali/media/post_banners/0Egb55nyRSopKtTG9OLA.jpg)
হরি ঘোষ, জামুরিয়াঃ আগুনে ভস্মীভূত বাড়ি। সময়ে দমকল না আসার অভিযোগ স্থানীয়দের। জামুরিয়া বিধানসভায় দমকল কেন্দ্র গড়ার আবেদন স্থানীয়দের। আসানসোল পৌর নিগমের জামুরিয়া এক নম্বর বোরোর অন্তর্গত ৫ নম্বর ওয়ার্ডের বাগান ধাওড়াতে রবিলাল ধীবরের বাড়িতে আগুন লাগে। নিমেষেই আগুনে ভস্মীভূত হয়ে যায় বাড়ি সহ সমস্ত আসবাবপত্র। দমকলের একটি ইঞ্জিনের ঘন্টাখানেক প্রচেষ্টার ফলে আগুন নিয়ন্ত্রনে আসে। স্থানীয়দের অভিযোগ সঠিক সময়ে দমকল এলে এত বড় ক্ষয়ক্ষতি বাঁচানো যেত।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us