/anm-bengali/media/post_banners/xoPJqr35223P03XLu59Y.jpg)
নিজস্ব প্রতিনিধি, দাসপুরঃ কথিত আছে ১৮২০ খ্রিস্টাব্দে পশ্চিম মেদিনীপুর জেলার নাড়াজোল রাজবাড়ি তৎকালীন রাজা মহেন্দ্রলাল খান ১ বৈশাখ শুরু করেছিলেন বাংলার নববর্ষকে বরণ করে নেওয়ার অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তৎকালীন ১ লা বৈশাখের দিন রাজা তার রাজ্যের সমস্ত কৃষকদের আমন্ত্রণ জানাতেন। এমনকি এই রাজ পরিবারের অধীনে থাকা সমস্ত প্রজা খাজনা দিতে আসতেন এদিন। এদিন তিনি বাঙালি রীতিনীতি মেনে পান্তা ভাত,বেগুন পোড়া ও আম পোড়ার শরবত খাওয়াতেন সেই সমস্ত প্রজাদের। এমনকি রাজ পরিবারের সদস্যরাও সেই খাবার খেতেন। তারপরে গড়িয়েছে অনেক বছর। রাজা আর নেই, নাড়াজোল রাজবাড়িতে ধরেছে ক্ষয়রোগ। রাজ পরিবারের সদস্যরা বেশ কয়েক বছর আগে সেই অনুষ্ঠান বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু এলাকার কিছু সাহিত্যিক মানুষ ও রাজ পরিবারের সদস্যরা মিলে তৈরি বন্ধিস গোষ্ঠী পুরনো দিনের রীতি-নীতি মেনেই ফের শুরু করেন রাজ পরিবারের ঠাকুর দালানে বর্ষবরণের অনুষ্ঠান। আগেকার মত না হলেও তারা সেই অনুষ্ঠানের রীতি আজও ধরে রেখেছে,তাই বাংলা নতুন বৎসরের শুরুর দিনেই রাজ পরিবারের সদস্যরা আজও নববর্ষের আড্ডা চালিয়ে যাচ্ছেন আর সমস্ত আমন্ত্রিত মানুষদের খাওয়ানো হয় পান্তা ভাত বেগুন পোড়া ও আমের সরবত। সঙ্গে নাচ, গান, আবৃতি, ছড়ায় বাংলা নববর্ষের প্রথম দিন জমজমাট হয়ে ওঠে দাসপুরের ঐতিহ্যবাহী নাড়াজোল রাজবাড়ি।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us