দুর্গাপুরের চুরির ঘটনায় পরিবারের বক্তব্য শুনুন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দুর্গাপুরের চুরির ঘটনায় পরিবারের বক্তব্য শুনুন

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ দুর্গাপুরে অভিনব কায়দায় চুরির ঘটনায় এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হলেন বাড়ির মালিক শোভন চক্রবর্তী। তিনি জানান, তাদের ছোট বাচ্চাকে দেখাশোনার জন্য নীলিমা মাঝি নামের এক আয়াকে নিযুক্ত করে তারা। মঙ্গলবার দুপুরে শরীর অসুস্থ বলে ওই আয়া তাদের বাড়ি থেকে বেরিয়ে যায়। তার আগেই অভিনব কায়দায় আলমারি ভেঙ্গে সোনাদানা চুরি করে সে। বৃহস্পতিবার তারা আলমারি খুলতে দেখে সোনাদানা উধাও। তাদের সন্দেহ হয় নীলিমা মাঝি এই সোনা দানা চুরি করেছে। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় দুর্গাপুরের বি-জোন ফাঁড়ির পুলিশকে। তদন্তের ভিত্তিতে নীলিমা মাঝিকে গ্রেফতার করে পুলিশ। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এই সাফল্যে খুশি তারা। দেখুন কি বলল শোভন বাবু-