দুর্গাপুর চুরি নিয়ে পুলিশের সতর্কবার্তা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দুর্গাপুর চুরি নিয়ে পুলিশের সতর্কবার্তা

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ দুর্গাপুরে অভিনব কায়দার চুরির ঘটনার পর শুক্রবার সাংবাদিক বৈঠক করলো আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি প্রবুদ্ধ মুখোপাধ্যায়। উপস্থিত ছিলেন সিআই, দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক এবং বি-জোন ফাঁড়ির আধিকারি অরুনাভ ভট্টাচার্য্য। সেখানেই দুর্গাপুর চুরির বিষয়ে সতর্ক করা হয় পুলিশের তরফে। প্রসঙ্গত,  পুলিশি হেফাজতে অভিযুক্তকে তোলা হয় দুর্গাপুর মহকুমা আদালতে। নীলিমা মাঝিকে পুলিশি হেফাজতে নিয়ে পুরো ঘটনা খতিয়ে দেখে এই চক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখতে তদন্ত চালানো হবে বলে জানান আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি প্রবুদ্ধ মুখোপাধ্যায়।