/anm-bengali/media/post_banners/XK1CzaZk61PoIc7fGDtc.jpg)
নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লক প্রশাসন ও সাঁকরাইল পঞ্চায়েত সমিতির উদ্যোগে সাঁকরাইল বিডিও অফিস কার্যালয় প্রাঙ্গণে এক অনুষ্ঠানের মাধ্যমে ভারতের সংবিধান প্রণেতা ডাঃ ভীমরাও আম্বেদকরের জন্মদিন উদযাপন করা হয়।
​
ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুরের বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাত, সাঁকরাইল ব্লকের বিডিও রথীন বিশ্বাস, পঞ্চায়েত সমিতির কৃষি কর্মাধ্যক্ষ কমল কান্ত রাউৎ, বিশিষ্ট সমাজসেবী অনুপ মাহাত সহ অন্যান্যরা। উপস্থিত সকলেই আম্বেদকর এর ছবিতে ফুলের মালা দিয়ে শ্রদ্ধা জানান এবং সংবিধানকে রক্ষা করার জন্য সকলকে শপথ নেওয়ার আহ্বান জানান।
​
বিধায়ক ডাঃ খগেন্দ্রনাথ মাহাত ওই অনুষ্ঠানে উপস্থিত থেকে সকলের উদ্দেশ্যে বক্তব্য রাখতে গিয়ে বলেন, "যে মহান মানুষ আজকের দিনে ভারতবর্ষে জন্ম গ্রহন করেছিলেন সেই মহান ব্যক্তি ডাঃ ভিমরাও আম্বেদকরের জন্মদিন। যার অবদানে আমরা এক ছাদের নিচে সবাই একসাথে স্বাধীন ভাবে বসবাস করতে পারছি। বর্তমান সমাজ ব্যবস্থা সুন্দর ভাবে গড়ে ওঠার জন্য ভারতের সংবিধান প্রণেতা ডাক্তার ভীমরাও আম্বেদকরের অবদান অপরিসীম এবং ভারতের যে স্বাধীন গণতন্ত্র তিনি রচনা করেছেন সেই গণতন্ত্রকে আমরা মাথায় রেখে এগিয়ে যাব। তাই প্রত্যেক ভারতবাসীকে তাঁর এই জন্মদিনে শ্রদ্ধা জানানো উচিৎ"। সেইসঙ্গে তিনি আরও বলেন, "আগামী প্রজন্মের কাছে আমাদের তুলে ধরতে হবে ডাক্তার ভীমরাও আম্বেদকরের অবদান"। তিনি সকলকে সংবিধান রক্ষা করে চলার আবেদন জানান।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us