কুলটিতে শিখ সম্প্রদায়ের ধার্মিক অনুষ্ঠানের আয়োজন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কুলটিতে শিখ সম্প্রদায়ের ধার্মিক অনুষ্ঠানের আয়োজন

নিজস্ব প্রতিনিধি, কুলটিঃ প্রত্যেক বছরের মত এই বছরও পয়লা বৈশাখের ১ দিন আগে শিখ সম্প্রদায়ের ধর্মীয় অনুষ্ঠান বৈশাখী উৎসব পালন করলেন শিখ সম্প্রদায়ের ভক্তরা। এই উৎসবটি পালন করা হল পশ্চিম বর্ধমান জেলার কুলটি থানা ময়দানে।

 ১ দিনব্যাপী এই অনুষ্ঠানে বিভিন্ন জেলার সঙ্গে সঙ্গে ঝাড়খন্ড রাজ্যের থেকেও বৈশাখী উৎসব উপলক্ষে আসেন ভক্তরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলটি গুরুদুয়ারা কমিটির সদস্য সৎপাল সিং , বাণ্টি সিং , মনজিৎ সিং , নিশান সিং সহ অনেকে।