নির্বাচনী প্রতিহিংসা এবার আসানসোলে

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
নির্বাচনী প্রতিহিংসা এবার আসানসোলে

নিজস্ব প্রতিনিধি,আসানসোলঃ নির্বাচনী প্রতিহিংসা এবার আসানসোলের হিরাপুর থানার অন্তর্গত নবঘন্টি এলাকায়। মহেন্দ্র যাদব নামক এক ব্যক্তির হাতের আঙ্গুল কেটে নেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। হিরাপুর থানায় এই ঘটনার অভিযোগ জানানো হয়েছে বলে জানা গিয়েছে। সম্পূর্ণ ঘটনার তদন্ত শুরু করেছে হিরাপুর থানার পুলিশ। তবে তৃণমূলের তরফে অভিযোগ অস্বীকার করা হয়েছে। একই সঙ্গে স্থানে স্থানে চলছে প্রতিহিংসা। বিজেপির তরফে বলা হয়েছে, "আমাদের কর্মীদের এই ভাবে আক্রমন করছে তৃণমূল। তাই আমরা চাই প্রতিবাদ করতে"। কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে , নিজেদের মধ্যে ঝামেলার জন্যই এই ঘটনা ঘটেছে।