আইএনটিইউসি ইউনিয়নের সাধারণ সভাকে ঘিরে দুই গোষ্ঠীর বিবাদ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আইএনটিইউসি ইউনিয়নের সাধারণ সভাকে ঘিরে দুই গোষ্ঠীর বিবাদ

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুরঃ রাষ্ট্রায়াত্ত দুর্গাপুর ইস্পাত কারখানার কংগ্রেস শ্রমিক সংগঠন আইএনটিইউসি ইউনিয়নের সাধারণ সভাকে ঘিরে দুই গোষ্ঠীর বিবাদ। প্রকাশ্যে এল প্রবল গোষ্ঠীদন্ড, বিড়ম্বনা বাড়লো সংগঠনের নেতৃত্বের। দুর্গাপুর আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের ৬১ তম সাধারণ সভাকে ঘিরে ধুন্দুমার কান্ড দুর্গাপুর ইস্পাত নগরীতে। দুই গোষ্ঠীর বিবাদ এমন জায়গায় পৌঁছায় যে পরিস্তিতি সামলাতে বাউন্সার নামানো হয়। তবে বর্তমান গোষ্ঠীর লোকজনরা বিরোধী গোষ্ঠীকে শায়েস্তা করতেই এই বাউন্সার নামায় বলে অভিযোগ। যদিও এটা ঘরের ঝামেলা বলে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন রাজ্য আইএনটিইউসির সদস্য কামরুজ জামাল কামার। বুধবার দুপুরে দুর্গাপুর ইস্পাত নগরীর আইএনটিইউসির গুরু নানক রোডের অফিসে হিন্দুস্থান স্টিল ওয়ার্কাস ইউনিয়নের ৬১ তম সাধারণ সভা চলছিল, ঠিক সেই সময় অনুষ্ঠান স্থলে সংগঠনের নেতা বিশ্বজিৎ বিশ্বাসের অনুগামীরা ভেতরে ঢুকতে গেলে তাদেরকে গেটে আটকে দেয় বর্তমান গোষ্ঠীর নেতা রজত রক্ষিতের অনুগামীরা। দুই গোষ্ঠীর নেতা কর্মীদের মধ্যে প্রথমে বচসা, পড়ে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। আইএনটিইউসি নেতা বিশ্বজিৎ বিশ্বাসের অনুগামীদের বাউন্সার দিয়ে আটকে দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে। অনুষ্ঠান স্থলে তখন বক্তব্য রাখছিলাম আইএনটিইউসি রাজ্য সভাপতি কামরুজ জামান কামার। অনুষ্ঠান স্থলে যেতে না পেরে বিশ্বজিৎ বিশ্বাসের অনুগামীরা ইউনিয়ন অফিসের বাইরে ধর্নায় বসে পড়ে। অনুষ্ঠান স্থলের বাইরে তুমুল বিক্ষোভ শুরু করে দেয় তারা। তাদের দাবি ছিল, যে সভা হচ্ছে দুর্গাপুরে তা একেবারে অবৈধ। সভা বন্ধ না হলে আরও বড় আন্দোলনে সামিল হওয়ার হুমকি দেন তারা। সভাস্থলের বাইরে তখন তুমুল বিক্ষোভ চলছে, চলছে স্লোগান। অবিলম্বে অবৈধ এই কমিটিকে বাতিল করার দাবি জানায় আইএনটিইউসি নেতা বিশ্বজিৎ বিশ্বাসের অনুগামীরা। বিশ্বজিৎ বিশ্বাস দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত ইউনিয়নের প্রাক্তন যুগ্ম সভাপতি ছিলেন। রজত দীক্ষিত বর্তমান যুগ্ম সভাপতি। দুই গোষ্ঠীর বিবাদে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে সভা স্থকের বাইরে। আর তারফলে প্রবল বিড়ম্বনাতে পড়ে যান আইএনটিইউসির রাজ্য ও ভিন রাজ্যের নেতৃত্বরা। অন্যদিকে দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত হিন্দুস্থান স্টিল ওয়ার্কার্স ইউনিয়নের বর্তমান যুগ্ম সভাপতি রজত রক্ষিতের পাল্টা অভিযোগ, বিশ্বজিৎ বাবু অবসর নিয়েছেন কর্মজীবন থেকে অথচ তাও জোর করে ক্ষমতা আগলে রাখতে চাইছে বেআইনিভাবে যেটা মানা সম্ভব নয়। তবে যেভাবে দুর্গাপুর ইস্পাত কারখানার আইএনটিইউসি অনুমোদিত ইউনিয়নের সাধারণ সভাকে ঘিরে দুই গোষ্ঠীর বিবাদ আর গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে এল তাতে করে কেন্দ্রীয় সরকারের শিল্পনীতির বিরোধিতা করতে গিয়ে উল্টে প্রবল বিড়ম্বনা বাড়ল সংগঠনের রাজ্য নেতৃত্বের।