দাবি না মানলে বিক্ষোভ চলবে, জানাল গ্রামবাসী

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দাবি না মানলে বিক্ষোভ চলবে, জানাল গ্রামবাসী

নিজস্ব প্রতিনিধি, বরাকরঃ পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত বরাকরের বিসিসিএল রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলন সংস্থা বরাকর সিবি এরিয়া জিএম কার্যালয়ে পুনরায় বিক্ষোভে বসলেন জমিদাতারা । হয় চাকরি নয় জমি ২ টোর ১ টা দিতেই হবে নয়ত চলবে বিক্ষোভ স্পষ্ট জানিয়ে দিয়েছে জমিদাতারা। তবে বিসিএলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।