মেডিক্যাল হলেও মেলেনি চাকরি, তাই বিক্ষোভ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মেডিক্যাল হলেও মেলেনি চাকরি, তাই বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, বরাকরঃ বিসিসিএল রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলন সংস্থা বরাকর সিবি এরিয়া জিএম কার্যালয়ে পুনরায় বিক্ষোভে বসলেন জমিদাতারা । জমিদাতাদের দাবি যে প্রায় চার বছর আগে কুলটির বরিরা গ্রামে জমি অধিগ্রহণ করেন বিসিএল কর্তৃপক্ষ বদলে চাকরি দেওয়ার কথা ছিল। তবে মেডিক্যাল হয়ে গিয়েছে কিন্তু এখনো চাকরি হয়নি কারোর। তার কারণেই বিক্ষোভ । তবে বিসিএলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ঘটনাস্থলে রয়েছে কেন্দ্রীয় নিরাপত্তারক্ষী।