দুই মাসের কন্যা সন্তানকে নিয়ে ধর্নায় মা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
দুই মাসের কন্যা সন্তানকে নিয়ে ধর্নায় মা

নিজস্ব প্রতিনিধি, বরাকরঃ পশ্চিম বর্ধমান জেলার কুলটি বিধানসভা অন্তর্গত বরাকরের বিসিসিএল রাষ্ট্রায়ত্ত কয়লা উত্তোলন সংস্থা বরাকর সিবি এরিয়া জিএম কার্যালয়ে পুনরায় বিক্ষোভে বসলেন জমিদাতারা । তাদের মধ্যে রয়েছেন একজন মা। সে তার দুই মাসের কন্যা সন্তানকে নিয়ে ধর্নায় বসেছে জিএম কার্যালয়ের ভেতরে । কন্যা সন্তানকে নিয়ে বিক্ষোভে সামিল হয়েছেন মা জ্যোৎস্না গোঁপ এবং বাবা সচিন গোঁপ । তবে বিসিএলের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।