ভোট বয়কট গ্রামবাসীর

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ভোট বয়কট গ্রামবাসীর

নিজস্ব প্রতিনিধি, অন্ডালঃ ধস কবলিত গ্রাম রানিগঞ্জ বিধানসভার হরিশপুর। রাজ্য সরকার তথা কেন্দ্রীয় সরকারের কেউই এই গ্রামের মানুষের কথা ভাবেন না এমনই অভিযোগ গ্রামবাসীদের। সে কারণেই গত বিধানসভা ভোটেও ভোট বয়কট করেছিল গ্রামের মানুষ। এবারও আসানসোল লোকসভা উপনির্বাচনে ভোট বয়কটের ডাক দিয়েছে হরিশপুর গ্রামের মানুষ। ভোট বয়কটের সিদ্ধান্ত মত আজ ভোট দিল না গ্রামের কোনও মানুষ।২৭৮ এসি এর বুথ নম্বর ১২৩ ও ১২৪ এর ১২২৫ জন ভোটার দিলেন না ভোট। ২০২০ সালে পর পর ধসে গ্রামের বহু কংক্রিটের বাড়ি পড়ে গিয়েছে। তাই পুনর্বাসন না পাওয়া পর্যন্ত তারা নিজেদের দাবিতে অনড়।এর আগেও তারা বিধানসভা ভোট বয়কট করেছিলেন।