আক্রান্ত বিজেপি নেতাকে দেখতে এলেন অগ্নিমিত্রা

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
আক্রান্ত বিজেপি নেতাকে দেখতে এলেন অগ্নিমিত্রা

নিজস্ব প্রতিনিধি, বাহাদুরপুরঃ বিজেপির পোলিং এজেন্ট হওয়ার জন্য বেধড়ক মারধর করা হয় বিজেপির মন্ডল সভাপতি গৌতম মন্ডলকে। এরপরেই তাকে হাসপাতালে দেখতে এলেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। বিজেপির পোলিং এজেন্টকে মেরে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। পুলিশ উদ্ধার করে বাহাদুরপুর স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করেছে। ইতিপূর্বেই হোয়াটসঅ্যাপে ভিডিও কলে খবর নেয় শুভেন্দু অধিকারী।। ঘটনাটি ঘটেছে আসানসোল লোকসভা কেন্দ্রের ১৮২ নম্বর বুথ চিচুড়িয়া কলোনি ভোটগ্রহণ কেন্দ্রে। অভিযোগ শাসকদল তৃণমূলের দিকে। যদিও অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসেন অগ্নিমিত্রা পল। অগ্নিমিত্রা পল জানান পশ্চিমবাংলায় বিরোধী রাজনীতি করা যাবে না। খুবই নৃশংসভাবে গৌতম মন্ডলকে ১ ঘন্টা ধরে পেটানো হয়েছে বলে তিনি অভিযোগ করেন।