বিজেপি কর্মী খুনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
বিজেপি কর্মী খুনে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে সিবিআই

নিউজ ডেস্ক, হলদিয়াঃ কেশপুরে বিজেপি কর্মী খুনের তদন্তে সিবিআই ৭ জনকে জিজ্ঞাসাবাদের পর শেখ সাদুর উদ্দিন বাইরে এসে বলেন, "৮ তারিখে সিবিআই দফতরের লোক আমাদের গ্রামে গিয়ে নোটিশ দেয় এবং আমাদের হাজিরার জন্য ১১ তারিখ তলব করে। মার্ডার হয়েছিল সেই ব্যাপারে। আমরা এবিষয়ে নোটিশ পাবার পর জানতে পেরেছি তার আগে আমাদের কাছে কোনও খবর ছিল না। আজকে আমরা ৭ জন এসেছিলাম। মার্ডার সম্বন্ধে জিজ্ঞাসা করল। আমরা সাধারণ লোক, কি জানবো ওসব সম্বন্ধে? এক দুই জন ব্যবসায়ী আছি। বাদবাকি চাষী লোক। আমরা কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নই"। কেশপুরে এক বিজেপি কর্মীকে খুন করার অভিযোগে অভিযুক্ত ১২১ জন তৃণমূলের কর্মী-সমর্থকদের এক এক করে তলব করতে শুরু করল সিবিআই। আজ খড়গপুরের রেলওয়ে ডিআরএম অফিস বিল্ডিং এর সিবিআই এর অস্থায়ী ক্যাম্পে জিজ্ঞাসাবাদ করার জন্য ডাকা হল প্রায় ৯ জনকে।