/anm-bengali/media/post_banners/W7YZ4d0jpkPw78O7S3SL.jpg)
নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ ১২ তারিখ আসানসোল লোকসভার উপনির্বাচনের আগের দিন ২ টো ডিসিআরসি কেন্দ্রে ৩ জন ভোট কর্মী অসুস্থ হয়ে জেলা হাসপাতালে ভর্তি হয়েছেন। সোমবার সকালে আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ ডিসিআরসি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার হিসাবে দায়িত্ব নিতে আসেন হীরাপুর থানার ইসমাইল ৬০ ফুট রোডের বাসিন্দা ৫২ বছরের পুলক রক্ষিত। তবে গরমে তিনি হঠাৎ অসুস্থ হয়ে গেলে মেডিক্যাল টিম জেলা হাসপাতালে ভর্তি করে। আসানসোল পলিটেকনিক ইনস্টিটিউট এর ডিসিআরসি কেন্দ্রে প্রিসাইডিং অফিসার হিসেবে দায়িত্ব নিতে আসেন বাঁকুড়া জেলার বড়জোড়া কুলডিহার বাসিন্দা ৫৮ বছরের ভোলানাথ কর্মকার। গরমে দাঁড়িয়ে থাকার সময় মাথা ঘুরে পড়ে গেলে উপস্থিত মেডিক্যাল টিম তাকেও জেলা হাসপাতালে ভর্তি করে। পূর্ব বর্ধমান জেলার রাইনার বাসিন্দা ১৯ বছরের ঋষি ব্যানার্জী ভোট কর্মী হিসাবে রবিবার রাত্রে ধাদকা পলিটেকনিক ইনস্টিটিউটয়ে আসার পর সকাল থেকে পেটব্যাথা ও সঙ্গে ডিহাইড্রেসন হয়ে গেলে মেডিক্যাল টিম তাকেও জেলা হাসপাতালে ভর্তি করে। তিনজনের অবস্থা স্থিতিশীল বলে হাসপাতাল সূত্রে জানা যায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us