New Update
/anm-bengali/media/post_banners/Hu3dxHPii0ESmANTAqRf.jpg)
নিউজ ডেস্ক, ঝাড়গ্রামঃ সোমবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর রুরাল হাসপাতালের উদ্যোগে নয়াবসান জনকল্যাণ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের নিয়ে 'জলবায়ু পরিবর্তন' ও 'মানব স্বাস্থ্য' বিষয়ক এক কর্মশালার আয়োজন করা হয়। যার মূল উদ্দেশ্য হল, মানব স্বাস্থ্যের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা তৈরি করা এবং জলবায়ু পরিবর্তনশীলতার কারণে অসুস্থতা বা রোগ কমাতে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষমতায় জোর দেওয়া। এই কর্মশালাতে অংশ নেয় বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ছাত্রীরা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সহ অন্যান্য শিক্ষিকারা। হাসপাতালের পক্ষ থেকে উপস্থিত ছিলেন ডাঃ আকাশ রঞ্জন মাহাত, ডাঃ পূর্বাশা আউলিয়া, জনস্বাস্থ্য নার্সিং অফিসার কাজল মুর্মু, ফার্মাসিস্ট ভিক্টর লোহার। স্বাস্থ্য দফতরের এই উদ্যোগে খুশি ছাত্রী ও শিক্ষিকারা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us