/anm-bengali/media/post_banners/agzrmJWvlwnRVAfyxjdm.jpg)
নিজস্ব প্রতিনিধি, ক্ষীরপাইঃ বিদ্যুৎ দফতরের এক কর্মীর মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ব্যক্তির গলায় দাগ দেখে ঘনিয়েছে রহস্য। ইতিমধ্যে মৃত ব্যক্তির স্ত্রী ও মেয়েকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। মৃতদেহ পাঠানো হয়েছে ময়নাতদন্তে। এমনই ঘটনা ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার ক্ষীরপাই পৌরসভার বামারিয়া এলাকায়। জানা গিয়েছে, এলাকার বাসিন্দা দেবব্রত সাঁতরা চন্দ্রকোনা বিদ্যুৎ দফতরের এক কর্মী। মৃত ব্যক্তির পরিবারের সদস্যদের দাবি, দেবব্রত স্ত্রী তনুশ্রী ও ছেলে মেয়েকে নিয়ে থাকত। মৃত ব্যক্তির ভাই সুব্রত সাঁতরার দাবি তার দাদার এক সহকর্মী হঠাৎ তাদের ফোন করে জানায় যে তারা দেবব্রতকে ফোন করলে দেবব্রত ফোন ধরেনি কিন্তু দেবব্রতের পরিবারের কেউ ফোন ধরে ছিল আর ফোনের অপর প্রান্ত থেকে কান্নার আওয়াজ পায় তারা। আর এতেই সন্দেহ হতে শুরু করে। দ্রুত তারা দেবব্রতের ভাই সুব্রতকে ফোন করে বিষয়টি জানায়। যদিও এই ঘটনার পরে দেবব্রতের পরিবারে সদস্যরা জানতে পারে যে ক্ষীরপাই গ্রামীণ হাসপাতালে তার দাদাকে ভর্তি করা হয়েছে। কিন্তু কি ঘটনা ঘটেছে কিছুই তাদের জানায়নি দেবব্রতের স্ত্রী তনুশ্রী। হাসপাতালে গিয়ে তারা জানতে পারে দেবব্রতকে হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়। গলায় রয়েছে ফাঁসের দাগ আর এতে দেখা দিয়েছে রহস্য।
মৃতের পরিবারের দাবি তার দাদাকে হয়তো গলায় ফাঁস লাগিয়ে খুন করা হয়েছে। যদিও পুরো বিষয়টি খতিয়ে দেখছে চন্দ্রকোনা থানার পুলিশ। মৃত ব্যক্তির মেয়ে ও স্ত্রীকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। অপরদিকে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঘাটাল মহকুমা হাসপাতালে পাঠানো হয়েছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us