কৃষি বাঁচাতে প্রতিবাদ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
কৃষি বাঁচাতে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি, সবংঃ সবং কৃষি বাঁচাও, কৃষক বাঁচাও মঞ্চের উদ্যোগে কৃষকের জমির অধিকার রক্ষা, অবৈধ ভেড়ি নির্মান বন্ধ করা সহ একাধিক দাবি নিয়ে সবংয়ের শিতলদা মোড় থেকে রামভদ্রপুর পর্যন্ত একটি বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। যেখানে হাত মিলিয়েছে বাম সংগঠনের শাখা সারা ভারত কৃষক সভা। সবং ব্লকের রামভদ্রপুর এলাকায় কয়েকশো একর চাষ জমিতে চলছে মাছের ভেড়ি তৈরির কাজ। যেখানে ২৫০ এরও বেশি অনিচ্ছুক কৃষক আছে যারা ভেড়ি করার জন্য জমি দিতে চায় না। এই মমলা হাইকোর্ট অবধি গড়ায়। তারপরেও ভেড়ি তৈরির কাজ চলায় এলাকার অনিচ্ছুক চাষীরা একটি সংগঠন তৈরি করে সিপিএমের সঙ্গে হাত মিলিয়ে সোমবার একটি বিশাল প্রতিবাদ মিছিল করে। যেখানে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার পশ্চিম মেদিনীপুর জেলা সম্পাদক সুভাষ দে, সিপিএমের প্রাক্তন বিধায়ক রামেশ্বর দোলুই সহ অনান্যরা। সুভাষ দে বলেন, "শাষক দলের মদতে এক শ্রেনীর মানুষ জোর করে চাষ জমি দখল করে মাছের ভেড়ি তৈরি করতে চাইছে। আমরা আজ প্রতিবাদ করলাম। ঝান্ডা লাগালাম। এর পরেও যদি ওরা না থামে আমরা প্রতিরোধ গড়ে তুলবো"।