New Update
/anm-bengali/media/post_banners/Zeoka1mgtMsYnTqsvWjl.jpg)
নিজস্ব প্রতিনিধি, পাণ্ডবেশ্বরঃ পাণ্ডবেশ্বরে গৃহবধূ হত্যা। পাণ্ডবেশ্বর থানার ডিবিসি পাড়ার বাসিন্দা আরজু পারভিন নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে মারার অভিযোগ উঠল তার শ্বশুর বাড়ির লোকের বিরুদ্ধে এবং তার স্বামীর ছোট বোনের বিরুদ্ধে। এই গৃহবধূর বিবাহ হয় মাত্র কুড়ি দিন আগে। পাণ্ডবেশ্বর ডিভিসি পাড়ার বাসিন্দা শেখ হামিদ (চান্দ) নামে এক যুবকের সাথে বিবাহ হয় রানীগঞ্জের রোনায়ের এর বাসিন্দা বছর ১৮ এর আরজু পারভীনের (নেহা)। পরশু রাতে নেহা পারভীন এর সঙ্গে কথা হয় তার বাবার বাড়ির লোকজনের। কিন্তু ঝামেলার বিষয়ে কোনও কথাই জানায়নি আরজু পারভীন। কাল দুপুর দেড়টা নাগাদ শ্বশুরবাড়ির লোকজন তার বাড়িতে ফোন করে বলেন যে তার মেয়ে আত্মহত্যা করেছে বাড়ির বাবা মা এসে দেখেন তার মেয়ের মৃতদেহ পাণ্ডবেশ্বর থানায়। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকায়।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us