New Update
/anm-bengali/media/post_banners/sXBv9zAWSkG1drbBg0af.jpg)
নিজস্ব প্রতিনিধি, মেদিনীপুরঃ ভোট পূর্বে চা এর আসরে বসে তৃণমূলের বিরুদ্ধে মুখ খুললেন দিলীপ ঘোষ। তিনি বলেন, "ঘাস খালি নয় সারা পশ্চিমবঙ্গে যেখানে হিংসা হচ্ছে সেখানে তৃণমূলের নেতা, তার আত্মীয়-স্বজন বা তার ড্রাইভার, না হলে পুলিশ রয়েছে। ঝালদাতে যে কাউন্সিলর কে হত্যা করা হয়েছে, সেখানে তৃণমূলের বোর্ড তৈরি করতে হবে তাই একটাকে ফেলে দাও ওদিক থেকে। মগরাহাটিতে মার্ডার হয়েছে সেখানে তৃণমূল প্রধানের ভাই সবকিছু করেছে। দাগি আসামি সবাই। এরাই এখন জিতিয়ে রেখেছে দলটাকে। এরা পার্টিকে জিতাচ্ছে তাই পার্টি এদের বিরুদ্ধে কিছু করছে না, সরকার পুলিশ সবাই জানে। এই জন্য পশ্চিমবঙ্গে এত অপরাধ বাড়ছে, কারো ভয় ডর নেই"।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us