ভোটের মুখে বিজেপিতে বড় ভাঙ্গন

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
ভোটের মুখে বিজেপিতে বড় ভাঙ্গন

হরি ঘোষ, জামুড়িয়া:ভোটের মুখে বিজেপিতে বড় ভাঙ্গন। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন শতাধিক বিজেপি কর্মী সমর্থকরা। জামুড়িয়ার বিরকুলটি গ্রামে জামুড়িয়ার বিধায়ক হরে রাম সিং ও জামুরিয়া দু'নম্বর তৃণমূল ব্লক সভাপতি উপস্থিতিতে বিরকুলটি গ্রামের প্রায় শতাধিক বিজেপি কর্মী সমর্থক তৃণমূলের পতাকা হাতে নেন। স্থানীয় তৃণমূল নেতা উৎপল রুই দাস জানান আজ বিজেপি নেতা অর্জুন বাউরী সহ শতাধিক বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগদান করছেন। তিনি জানান বিজেপি তাদেরকে লোভ দেখিয়ে দলে নিয়েছিল। কিন্তু বিজেপির চক্রান্ত বুঝতে পেরে তারা মমতা ব্যানার্জীর উন্নয়ন দেখে তৃণমূলে যোগদান করলেন। এই বিষয় নিয়ে বিজেপি নেতা সন্তোষ সিং জানান তৃণমূল কংগ্রেস নিজেদের কর্মীদের বিজেপি সাজিয়ে যোগদান করিয়ে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।