/anm-bengali/media/post_banners/R2bQHsELDK7t92Yh38oG.jpg)
হরি ঘোষ, দুর্গাপুর : ডাকাতির ছক বানচাল করল পুলিশ। গ্রেফতার তিন ডাকাত। ডাকাতির আগেই ৩ ডাকাতকে গ্রেফতার করল কোক ওভেন থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শনিবার গভীর রাতে কোক ওভেন থানার ভগৎ পল্লী এলাকায় তল্লাশি চালায় ওসি অজয় বাগ সহ তার টিম। অভিযান চালিয়ে ওই এলাকা থেকে তিনজনকে আটক করে। তাদের একজনের কাছ থেকে ওয়ান শাটার পাইপ গান ও বাকি দের কাছ থেকে ধারালো অস্ত্র উদ্ধার করে পুলিশ।
পুলিশ সূত্রে ধৃতদের নাম জানা যায়। ধৃতরা হল বিনোদ মোদি, শ্যামল বাল্মিকী, রাজীব মন্ডল। এদের মধ্যে একজনের বাড়ি কোক ওভেন থানার কালিপুর এলাকায়। বাকি দুজনের এম এম সি এলাকায়। জানা যায়, ডাকাতির উদ্দেশ্যে ভগৎ পল্লী এলাকায় একসঙ্গে তিন জন জড়ো হয়েছিল। পুলিশের গাড়ি দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে তিনজনকে আটক করা হয়।
পরে গ্রেফতার করে তাদের রবিবার দু্র্গাপুর মহকুমা আদালতে তোলা হয়। ডাকাতি করার আগেই পুলিশের হাতে পাকড়াও ডাকাতদের ডাকাতির ছক ভেস্তে গেল ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us