মহুল কুড়োতে গিয়ে হাতির হানায় মৃত্যু মহিলার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মহুল কুড়োতে গিয়ে হাতির হানায় মৃত্যু মহিলার

নিজস্ব প্রতিনিধি, জঙ্গলমহলঃ জঙ্গলের গভীরে মহুল কুড়োতে গিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক মহিলার। রবিবার সাতসকালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর সদর ব্লকের ডুমুরকোটা এলাকায়। হাতি দেখতে পেয়ে সঙ্গীরা দ্রুত পালাতে সক্ষম হলেও ওই মহিলা হাতির সামনে পড়ে গিয়েছিলেন। শুঁড়ে পেঁচিয়ে আছাড় মারলে তাঁর মৃত্যু হয়। মেদিনীপুর সদর ব্লক সহ পাশাপাশি জঙ্গলে এই মুহূর্তে মহুল ফল সবচেয়ে বেশি সংগৃহীত হয়। জঙ্গলমহলের বাসিন্দারা সেই মহুল সংগ্রহ করতে ভোর থেকে চলে যান জঙ্গলে। কারণ মদ তৈরি করতে এই মহুল চড়া দামে বিক্রি করা যায়। রবিবার ভোর থেকে ডুমুরকোটা গ্রামের কয়েকজন বাসিন্দা জঙ্গলের গভীরে গিয়েছিলেন রাতে গাছ থেকে পড়া সেই মহুল কুড়োতে। হঠাৎই তাদের পেছনে হাজির হয়ে যায় একটি দাঁতাল হাতি। মহুল কুড়োতে ব্যস্ত ওই লোকজনের তিনজন বুঝতে পেরে পালাতে পারলেও মহিলা রাইমণি কিস্কু (৫০) পালাতে পারেননি। হাতিটি তাকে তুলে আছাড় মারে। সঙ্গে থাকা মৃতা মহিলার দেওর দেবু লাল বলেন, "হাতি আসার কথা বুঝতে পেরে আমি বৌদিকে সরানোর চেষ্টা করেছিলাম। কিন্তু সুযোগ পাইনি। আমরা তিনজন পালাতে পারলেও বৌদিকে সরাতে না পারায় হাতি তাকে মেরে ফেলল।" স্থানীয় বাসিন্দা কমলেশ মাহাতো বলেন, "গত কিছুদিন ধরেই একটি দলছুট দাঁতাল হাতি এলাকায় ঘোরাফেরা করছে। কিন্তু সেটা থাকলেও এই মুহূর্তে মহুলের সময়। রোজগারের জন্য জঙ্গলমহল এলাকার আমাদের গ্রামের বাসিন্দারা মহুল ফল সংগ্রহ করতে এসেছিল। হাতির সামনে পড়ে এই মর্মান্তিক ঘটনাটি ঘটলো।" হাতির উপস্থিতি নিয়ে গত এক সপ্তাহ ধরে বনদফতর এলাকার লোকজনকে সতর্ক করেছিল। তা সত্ত্বেও রোজগারের আশায় জঙ্গলমহলের লোকেরা ঝুঁকি নিয়ে চলে গিয়েছিলেন। এতেই দুর্ঘটনা ঘটে। তবে ঘটনার পর দেহ উদ্ধার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া শুরু করেছে বনদফতর।