স্থানীয় খবর পেট্রল, ডিজেল সহ রান্নার গ্যাসের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেসের অভিনব প্রতিবাদ Harmeet 03 Apr 2022 00:00 IST আপডেট করা হয়েছে 03 Apr 2022 12:34 IST Follow UsNew Updateহরি ঘোষ, দুর্গাপুর : পেট্রোল, ডিজেল থেকে জ্বালানি গ্যাসের লাগামছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে কংগ্রেস কর্মীরা দড়ি বেঁধে টানলো আস্ত মারুতি। রবিবার সকালে দুর্গাপুর স্টেশন সংলগ্ন পেট্রোল পাম্প থেকে শুরু হয় অভিনব বিক্ষোভ মিছিল। মিছিলে অংশ নেয় প্রায় ১০০ জন কংগ্রেস কর্মী। নেতৃত্ব দেন জাতীয় কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তী। কংগ্রেস কর্মীরা কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ তুলে তুমুল বিক্ষোভ দেখায়। অবিলম্বে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের মূল্য কমানো না হলে লাগাতার আন্দোলনের পথে হাঁটার হুঁশিয়ারি দেয় কংগ্রেস কর্মীরা। স্টেশন সংলগ্ন পেট্রোল পাম্পের সামনে শুরু হয়ে বিক্ষোভ মিছিলটি বাঁকুড়া মোড় হয়ে পেট্রোল পাম্পের সামনে শেষ হয়। Durgapur petrol congress maruti protestrally desel debeshchakraborty Read More পরবর্তী প্রবন্ধ পড়ুন