হরি ঘোষঃ বিনা চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগে রাস্তা অবরোধ স্থানীয়দের। দুর্গাপুরের জব্বর পল্লীর ঘটনা। গতকাল পথ দুর্ঘটনায় গুরুতর আহত হন নির্মল মন্ডল। স্থানীয়দের অভিযোগ গতকাল একটি বাইক নির্মল মন্ডল কে ধাক্কা মারে। গুরুতর আহত অবস্থায় নির্মল মন্ডল-কে দুর্গাপুরে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু স্বাস্থ্য সাথী কার্ড-এ ভর্তি নিতে রাজি হয়নি কোন হসপিটাল। আজ ভোর তিনটে নাগাদ নির্মল মন্ডল-এর মৃত্যু হয়। এরপরই ভোর ৪টা নাগাদ দেহ নিয়ে দুর্গাপুর থেকে পাণ্ডবেশ্বর যাওয়ার রাজ্য সড়ক জব্বর পল্লী এলাকায়। অবরোধ করে স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ এই রাস্তাদিয়ে ভারী পণ্যবাহী গাড়ি চলাচল করার ফলে প্রতিদিনই দুর্ঘটনা ঘটছে। প্রশাসনকে বলেও কোন লাভ হয়নি। ৪ ঘন্টা ধরে পথ অবরোধ চলছে। ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী।