মেয়রের কাছে অভিযোগ অগ্নিমিত্রার

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
মেয়রের কাছে অভিযোগ অগ্নিমিত্রার

নিজস্ব প্রতিনিধি, আসানসোলঃ অন্য রাজনৈতিক দলের সম পরিমান হোডিং বিজেপি প্রার্থী কে দেওয়া হচ্ছে না , এই অভিযোগ তুলে মেয়রের দ্বারস্থ বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পল। শুক্রবার আসানসোল পুরসভায় এসে মেয়রের সঙ্গে দেখা করে এমন অভিযোগ করলেন অগ্নিমিত্রা পল। বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন মেয়র বিধান উপাধ্যায়। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে প্রচারের জন্য ১২ টি হোডিং দেওয়া হয়েছে, অন্যান্য দের বেশি হোডিং দেওয়া হয়েছে এই অভিযোগ করেন অগ্নিমিত্রা পল। তৃণমূল যত গুলো হোডিং পাবে, ততগুলো হোডিং বিজেপিকেও দিতে হবে বলে দাবি করেন তিনি। বিষয়টি দেখার আশ্বাস দেন বিধান উপাধ্যায় ।