সাকতোড়িয়ায় ইসিএল কর্মীদের বিক্ষোভ

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
সাকতোড়িয়ায় ইসিএল কর্মীদের বিক্ষোভ

নিজস্ব প্রতিনিধি, সাকতোড়িয়াঃ আসানসোল সাকতোড়িয়া ইসিএল সদর কার্যালয়ের গেটের সামনে অবস্থান বিক্ষোভে সামিল কর্মীরা। শ্রমিক অধিকার ইউনিয়ন ও ঠিকা শ্রমিকদের পক্ষ থেকে এই বিক্ষোভ করা হয়। কয়েক দফা দাবি নিয়ে অবস্থান বিক্ষোভ করে তারা। শ্রমিকরা জানিয়েছেন, ৫ মাসের বকেয়া বেতন দেওয়া হয়নি তাদের।

 তার পরে আজ তথা শুক্রবার কাজ থেকেও তাদেরকে বসিয়ে দেয়া হয়েছে বলে জানিয়েছে তারা। ঠিকা শ্রমিকদের পক্ষ থেকে বলা হয়, "হঠাৎ করে এই ভাবে কাজে বসিয়ে দিলে সংসার কি করে চলবে। তাই আমাদের দাবি মানতে হবে। না হলে আমাদের আন্দোলন চলবে বৃহৎ আকারে"।