/anm-bengali/media/post_banners/7xa3qQc3RVXN4gJ4WBbc.jpg)
নিজস্ব প্রতিনিধি, পাণ্ডবেশ্বরঃ পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের অধীন কুমারডিহি গ্রামের স্টাফ কলোনির কাছে তৃণমূল প্রার্থীর পোস্টার ছেঁড়া নিয়ে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সকালে স্থানীয়দের নজরে আসে পোস্টার ছেঁড়ার ঘটনাটি । খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানায় । এ ঘটনায় ঘটনাস্থলে আসে এলাকার তৃণমূল নেতা কর্মীরা । ঠিক ভোটের মুখেই তৃণমূল প্রার্থীর এভাবে পোস্টার ছেঁড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ । স্থানীয় তৃণমূল কর্মী গৌরীশঙ্কর রায়চৌধুরী জানান, এই স্টাফ কলোনি এলাকায় বেশকিছু দুষ্কৃতীর প্রভাব হয়েছে ইদানীং । রাত্রি নামলেই বসে মদের আসর । আর তারাই যে এই ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন তিনি । মদ্যপ দুষ্কৃতীরা গত রাতে এলাকায় তৃণমূল প্রার্থীর পোস্টার ছিঁড়েছে , স্থানীয় আইসিডিএস কেন্দ্রের বাউন্ডারির তার ভেঙেছে, দেওয়াল ভেঙেছে, ভেঙেছে আইসিডিএস কেন্দ্রের জলের পাইপ লাইনও, এমনই দাবি তার । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাত্রি নামলেই কিছু মদ্যপ দুষ্কৃতী এলাকায় এই রকম ঘটনা ঘটায় । কখনও বা কারোর দোকানের লাইট ভাঙে আবার কখনো দরজায় ধাক্কা দিয়ে পালিয়ে যায় । স্থানীয়দের থেকে সমস্ত ঘটনার বিবরণ শুনে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।পুলিশ সূত্রের খবর এলাকায় নজরদারি বাড়ানো হবে যাতে করে এই দুষ্কৃতীদের খুব শীঘ্রই ধরা যায় ।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us