তৃণমূল প্রার্থীর পোস্টার ছেঁড়া নিয়ে চাঞ্চল্য

author-image
Harmeet
আপডেট করা হয়েছে
New Update
তৃণমূল প্রার্থীর পোস্টার ছেঁড়া নিয়ে চাঞ্চল্য

নিজস্ব প্রতিনিধি, পাণ্ডবেশ্বরঃ পাণ্ডবেশ্বর ব্লকের নবগ্রাম পঞ্চায়েতের অধীন কুমারডিহি গ্রামের স্টাফ কলোনির কাছে তৃণমূল প্রার্থীর পোস্টার ছেঁড়া নিয়ে চাঞ্চল্য ছড়াল এলাকায়। শুক্রবার সকালে স্থানীয়দের নজরে আসে পোস্টার ছেঁড়ার ঘটনাটি । খবর দেওয়া হয় পাণ্ডবেশ্বর থানায় । এ ঘটনায় ঘটনাস্থলে আসে এলাকার তৃণমূল নেতা কর্মীরা । ঠিক ভোটের মুখেই তৃণমূল প্রার্থীর এভাবে পোস্টার ছেঁড়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে আসে পাণ্ডবেশ্বর থানার পুলিশ । স্থানীয় তৃণমূল কর্মী গৌরীশঙ্কর রায়চৌধুরী জানান, এই স্টাফ কলোনি এলাকায় বেশকিছু দুষ্কৃতীর প্রভাব হয়েছে ইদানীং । রাত্রি নামলেই বসে মদের আসর । আর তারাই যে এই ঘটনার সঙ্গে যুক্ত সে বিষয়ে কোনো সন্দেহ নেই বলে জানিয়েছেন তিনি । মদ্যপ দুষ্কৃতীরা গত রাতে এলাকায় তৃণমূল প্রার্থীর পোস্টার ছিঁড়েছে , স্থানীয় আইসিডিএস কেন্দ্রের বাউন্ডারির তার ভেঙেছে, দেওয়াল ভেঙেছে, ভেঙেছে আইসিডিএস কেন্দ্রের জলের পাইপ লাইনও, এমনই দাবি তার  । স্থানীয় বাসিন্দাদের অভিযোগ রাত্রি নামলেই কিছু মদ্যপ দুষ্কৃতী এলাকায় এই রকম ঘটনা ঘটায় । কখনও বা কারোর দোকানের লাইট ভাঙে আবার কখনো দরজায় ধাক্কা দিয়ে পালিয়ে যায় । স্থানীয়দের থেকে সমস্ত ঘটনার বিবরণ শুনে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ ।পুলিশ সূত্রের খবর এলাকায় নজরদারি বাড়ানো হবে যাতে করে এই দুষ্কৃতীদের খুব শীঘ্রই ধরা যায় ।